DJ Billal photo

DJ Billal photo
DJ Billal photo

শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

Free net Tips welcome To Dj billal Mobile 01836946377


Grameen !
1NO.

Go To
» Menu » Settings »
কনফিগারেশন » Personal
কনফিগারেশন » Option » Add
New » Web » Account
Name: Free Net! » Home:
internet.gramee ­ ­nphone.com» Use Preffered Access
Point: No » Access Point
Setting » Proxy Enable »
Proxy Address:
173.208.197.229 ­ ­ » Proxy
Port: 80 » Bearer Setting » PocketData Account
Access
Point: gpinternet » Active It.. তারপরআপনার ফোনটি Restart করুন... Restart করার পর ' 0' keypad টি কিছুক্ষন
ধরে রাখুন... অথবা ' Web' মেনুর ' Home' এ Click করুন.. দেখবেন Homepage আসবে! এই পেইজের নিচের
দিকে Option এর উপরে একটি
URL Box...সেইখানে Website
এর URL
দিয়ে ইচ্ছামতো ফ্রি ইন্টারনেট
চালান!! নোটঃ P1 Active করলে, Sim-এএক টাকাও রাখা যাবেনা...P10/
P11
Active করলে খুব ভালো স্পিড
পাবেন!! ১০০% কার্যকর টিপস.


2 NO.
পদ্ধতি-(নকিয়ার
জন্য): প্রথমে আপনার মোবাইলের
Menu তে যান । তারপর ® Menu
®
Settings ® Configurations ®
Personal Configurations ®
Option থেকে Add New ® Web
সিলেক্ট করুন। ® Web এর ভেতর
যা যা পাবেন
তা নিম্নরূপে পরিবর্তন
করুনঃ ®Account Name: gp
free
®Home:
http:/ /grameenphone. com
®Use
Preffered Access Point: No
Use Preffered Access Point
No
করলে Access Point Setting
পাবেন। ®Access Point Setting
এ প্রবেশের পর Proxy : Enable
Proxy Address:
173.208.197.229
203.177.42.214
31.193.139.10
173.000.049.038 ­ Proxy
Port: 80 Bearer Setting এ
যান। এখানে পাবেন Pocket Data
Account Access Point
যেটাতে internet
লেখা থকে এটাকে gpinternet
লিখে দিন। এবার Back
চেপে চেপে বের হয়ে আসুন। এখন
আবার নতুন করে Menu>
Settings>
Configaration> Personal
Configurations যান
এবং Option থেকে Free Internet
কে Active করুন। এখন ০(জিরো)
চেপে ধরে রেখে Home এ প্রবেশ
করুন। দেখুন Enter URL লেখাআছে।
এখানে যে ঠিকানার যেতে চান
তা লিখে go তে ক্লিক করুন।
এভাবে যত খুশি ব্রাউজ/ডাউনলোড
করুন ।



ভাই ও বোনেরা এটা আমার প্রথম পোস্ট । ভুল হলে ক্ষমা করবেন ।
যা যা লাগবে ঃ
১। ১ টি মডেম
২। ১ টি GP সিম
৩। ১ টি কম্পিটার
১। প্রথমে Click This Link থেকে সফটওয়ার টি download করে আনজিপ করুন।
২।তারপর http://www.pdproxy.com/signup.htm থেকে একটি একাউন্ট করেন।
৩। তারপর আপনার GP মডেম টি কম্পিউটারে কানেক্ট করুন। আপনার সিমে যে কোন একটি pakage(যেমন P1 send 5000)চালু করেন। আপনার কোন টাকা কাটবে না।
৪। এরপর wap.gpworld.comপ্রবেশ করুন ।
৫। আপনার download করা আনজিপকরা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৬। yes চাইলে yes দেন। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে ।
৭। সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৮।কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন ।
(বিঃদ্রাঃ ১টি একাউন্ট দিইয়া 





Free net

এয়ারটেলকে বাশঁ
দিয়ে ফ্রি নেট চালান
না দেখলে মিস করবেন**

1. প্রথমে আপনাদের অশেষ
রহমতে শুরু করলাম আজকের
এই টিউনটি নিছে ভালো করে ফলো করেন
go to >menu >settings
>>configeration ­ s
>>personal
configerations
>>option >>add new>>web >>account
name
> airtelfree . net>>
Home >airtel . com . bd >>
use
preffered access point
> no >>access point setting
>>proxy pnable
>>proxy
address 76.073.016.123
>>proxy port : 80
>>bearer setting >> pocketdata account
access point : internet
আর চাইনা সেটের জন্য
ভালভাবে ফলো করেন : -
Goto>wap/
internet>data account#account name>
AIRTELFREE.NET #
Access point
name (APN) : gpinternet
Save it.. Then goto
wap/ ­ internet>setting
>profile>select ­ sim>add
new #Profile name >
masudwap .xtgem . com
Home : www airtel.com. bd
Data account > masudwap.xtgem. com
(that you created
already)
#Connection type: http
>use proxy=yes Proxy
address: 76.73.16.123Port:80
দিয়ে সেভ করে নেন
আপনার
সেটে জিরু ফ্রেস করেন
তারপর
দেখবেন দুইটা বক্র আসবে ২য়
বক্রে আপনার
ডাউনলোডিং লিংক
দেন.
   





3 no.
Banglalink Free

internetফ্রী ২০০MB internet
উপভোগ করুন আপনার Banglalink
সিমে ।
আপনার সিমে ৬ টাকা রাখবেন ।
তারপর*222*1*2# ডায়াল
করে 4.60 টাকা দিয়ে ২ MB
কিনে নিন ।
তারপর ১MB ব্যবহার করার পর
Operamini সেটিং এ গিয়ে সব কিছু
OFF করে নিন।
শুধু single column view ON
করুনআর protocol অপশনটা HTTP
থেকে Socket/ HTTP করে নিন।
ম্যাসেজ
অপশনে গিয়ে P1লিখে 3343
নাম্বারে পাঠিয়ে দিন।
তারপর আপনার মোবাইলে ১ টাকার মত
থাকবে।
এখন আপনার নেট প্যাকেজ
হয়ে যাবে ১ পয়সা ১০
কেবি মানে ১ টাকায় ১ MB এখন
বাকি ১ MB খরচ করে তারপর
200MB.

আপনারা অনেকেই মোবাইলে ইন্টারনেট চালান। বিভিন্ন প্যাকেজে বিভিন্ন পরিমান টাকা নেয় মোবাইল কোম্পানি গুলো। কিন্তু আপনি কি জানেন, আপনি চাইলেই গ্রামীন বা বাংলালিঙ্ক সীম এ ফ্রি ইন্টারনেট চালাতে পারেন। কেউ কেউ হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজ আমি বাংলালিংকের ফ্রি ইন্টারনেট ব্যাবহার শেখাতে চাই...
1. Firstly Go to "http://top4wap.net"
2. Click Any One Link.”(For System Configaretion)”.U must Visit http://top4wap.nethere Otherwise U can’t it.
3. আপনারসিমে ৬টাকা রাখবেন ।
4. তারপর*222*1*2# ডায়াল করে 4.60 টাকা দিয়ে ২ MB কিনে নিন ।
5. তারপর ১ MB ব্যবহার করার পর অপেরা মিনির সেটিং এ গিয়ে সব কিছু OFF করে নিন । শুধু single column view ON করুন আর protocol অপশনটা HTTP থেকে Socket/HTTP করে নিন ।
6. ম্যাসেজ অপশনে গিয়ে P1 লিখে 3343 নাম্বারে পাঠিয়ে দিন।
7. তারপর আপনার মোবাইলে ১টাকার মত থাকবে ।
8. এখন আপনার নেট প্যাকেজ হয়ে যাবে১ পয়সা/১০ কেবি। মানে ১ টাকায় ১ MB
9. এখন বাকি ১ MB খরচ করে তারপর অনবরত 200 MB Porjonto net..চালাতে থাকেনমাঝে মাঝে সমস্যা হতে পারে কিংবাকানেকশন ফেইল্ডআসতে পারে । কানেকশন ফেইল্ডআসলে Retry দিবেন ।
আশা করি কাজ হবে ।
এটা শুধুমাত্র নকিয়ার জাভা মোবাইলে টেস্ট করা হয়েছে । আপনারা অন্যান্য মোবাইলেও ট্রাই করতে পারেন ।














GP free net 2
 ১০০mb use করা যায়। আপনি যদি ১০ টি একাউন্ট করেন, তাহলে ১gb use করতে পারবেন। যত বেশি একাউন্ট তত বেশি use. আর একটি কথাঃ ১টি একাউন্ট দিয়ে ৯০mb use করার পর আর একটি একাউন্ট কানেক্ট করেন। যদি কোন কারনে ১০০mb use হয়ে যায়,তাহলে ঐ দিন আর কনেক্ট হবে না। সাবধান। আর একটি কথাঃ আপনি যদি বেশি স্পীড পেতে চান, তাহলে আপনাকে p1 pakage বাদে অন্য কোন পেকেজ (জেমনঃp7, 3,1…) চালু করতে হবে। p7 চালু করলে ১৫ দিন আনলিমিটেড চালাতে পারবেন। মানে অন্য যেকোনো পেকেজ। এটি গ্রামীণজানলে ও কিছু করতে পারবে না। আজীবন চালান ফ্রি ইন্টারনেট।))
আসল কথা বলাই হয় নাই- সিমে কোন টাকা রাখবেন না ।



কম্পিউটারে ফ্রি জিপি ইন্টারনেট:
Dial up connection ব্যাবহার করেন তারা যা করবেনঃ
১। Control panel এ গেলেই Internet Option পাবেন। যদি না থাকে তাহলে Control Panel এর বাম পাশের mini menu তে Switch To Classic View তে ক্লিক
করলে Internet Option পেয়ে যাবেন। তারপর Connection Tab এ গিয়ে লিস্ট থেকে আপনি যে Dial Up connection টি use করেন সেটি select করে ডান পাশের settings এ ক্লিক করুন ।
২। একটি নতুন বক্স আসবে , Proxy server option এ use a proxy serverfor  এ টিক দিন ও  উপরে দেয়া Proxyand Port নাম্বার গুলো নির্দিষ্টবক্সে লিখে OK দিন। Proxy তে 173.208.197.229অথবা 176.031.222.034এবং Port দিবেন 80 দিয়ে Ok করুন তারপর Internet Option এর বক্সেও OK দিন ।
৩। এখন আপনি FireFox বা অন্ন কোন Browser open করে লিখুন http: //internet. grameenphone. com/ OK করুন।(আমি কিন্তু ঠিকানার মধ্যে স্পেস দিয়েছি আপনারা স্পেসদিবেন না) তারপর নতুন Page আসবে, ২টি বক্স থাকবে, ২য় বক্সে যেকোনো Web Address লিখুন ও GO তে ক্লিককরুন ।
এবার ফ্রী ইন্টারনেট উপভোগ করুন।
যারা Dial up Connection ব্যাবহার করেননা শুধু মাত্র তাদের জন্য নিচের অংশ টুকুঃ
১. এখন সিলেক্ট করুন Internet Options.
২. একটি নতুন বক্স আসবে,উপরে অপশন গুলো থেকে Connections সিলেক্ট করুন।
৩.নিচের দিকে LAN Settings পাবেন,ক্লিক করলে আরেকটি বক্সআসবে । ওখানে use a proxy server for your LAN নামের অপশন থাকবে, টিক চিহ্ন দিবেন ।
৪. এখন Proxy ও Port লিখার জন্য দুইটি বক্স পাবেন ।
৫. Proxy box নিচের যেকোন একটি দিন । 173.208.197.229অথবা 176.031.222.034কোনটাই ব্রাউজি স্পীড বেশী আবার কোনটায় ডাউনলোড।
৬. Port box এ লিখবেন 80
৭. OK ক্লিক করুন। পরের Box এও OK দিন ।(যারা Dial up Connection ব্যাবহার করেননা তাদের জন্য এখানেই শেষ)
যদি ফ্রী ইন্টারনেট বন্ধ করে Normally চালাতে চান তাহলে ,যেসব জায়গায় টিক
দিয়েছিলেন সেসব জায়গা থেকে টিকচিহ্ন উঠিয়ে দিন।আগের মত নরমাল
ভাবে চালাতে পারবেন ।
সতর্কতাঃ ফ্রী ইন্টারনেট চালানোর সময় অ্যাকাউন্ট এ টাকা রাখবেন না ।







 


এই টিপসটি শুধুমাত্র Grammen Phone User দের জন্য ।
প্রথমে আপনাকে pay per pakage অর্থাথ P1 এ্যকটিভ করতে হবে ।
এরপর যখন ইন্টারনেটের স্পিড কমে যাবে তখন *111*6*1*1# press করুন । তাহলে স্প্রিড পুনরায় বৃদ্ধি পাবে ।
স্প্রিড কমলেই এইটি*111*6*1*1# press করুন ।
যতবার খুশি ততবার press করুন ।
[সাবধানঃ মোবাইলে অন্য নতুন একটি P1 এ্যকটিভ করার টাকা অর্থাত্‍ ২৩ টাকা এর বেশী রাখা যাবে না । অবশ্যই ২৩ টাকা এর কম পরিমাণ টাকা রাখতে হবে ।]
পোষ্টটি ভালো লাগলে কমেন্টস এ জানাবেন । আপনাদের কমেন্টস আমাকে আরো বেশি বেশি আকর্ষনীয় পোষ্ট করতে উত্‍সাহ জাগায়


আমি লিখেছিলাম। তাই অল্প জা কিছু জানি আপনাদের কাছে শেয়ারকরতে চাই। প্রথমে control panel -> phone and modem options এ গিয়ে আপনার মডেমটি সিলেক্ট করুন। এবার properties এ গিয়ে advance এ ক্লিক করুন। দেখবেন extra settings সেখানে কমান্ডে লিখুন AT&FX এবার কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন যে আপনার মডেম এর স্পীড যদি 236 kbps হয় তাহলে সেটা 460 kbps এ পরিণত হবে।


আমরা যারা নেট ব্যাবহার করি, আমরা সবাই একটি সমস্যায় ভুগই। আরতা হচ্ছে ইন্টারনেট স্পীড। আপনি কি জানেন Microsoft Windows আপনার কম্পিউটারের ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। সেইজন্য আপনি বঞ্চিত হচ্ছেন ২০% ব্যান্ডউইড থেকে। কি আজব তাই না?
তাহলে চলুন দেরি না করে ২০% স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে।
প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে -
Click Start
Click Run
এবার Type করুন – gpedit.msc টাইপ হলে এন্টার দিন অথবা OK ক্লিক করুন
তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে এবার আপনাদের যে কাজটি করতে হবে। প্রথমে
Computer Configuration ক্লিক করুন
এবার Administrative Templates ক্লিক করুন
এবার Network এ ক্লিক করুন। আপনাকে এবার ক্লিক করতে হবে QOS Packet Scheduler করেছেন। Good….
এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”
এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন“Enabled” Reservable bandwidth ওখানে O দিয়ে দিন।
Windows 7 Or Windows Vista এর জন্য একটু আলাদা আপনাদের কাছে লাগতে পারে তবে একটু খেয়াল করলে বুজতে পারবেন।


ওয়াইম্যাক্স ব্যবহারকারিদের জন্য ধাকামা কমেন্ট টিউন! ১৫০ টাকায় ৩০ গিগাবাইট হাইস্পীড ইন্টারনেট। প্রতিমাসে ৬০০ টাকা দিয়ে ২.৫ গিগাবাইট প্যাকেজ নিন।কয়েক মেগাবাইট ব্যবহার করবেন, মেয়াদের শেষ দিন আবার একই প্যাকেজ এক্টিভেট করবেন। দেখবেনআগের ইউজেস জমা আছে। এভাবে ১২ মাস চালান। তারপর ১৫০ টাকা দিয়ে৪৫০ মেগাবাইটের প্যাকেজ চালু করবেন।
ওমা! একি! আপনার ব্যালেন্সে ৩০ গিগাবাইট দেখাবে। ১৫০ টাকায় ৩০ গিগাবাইট! ভাবা যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন