DJ Billal photo

DJ Billal photo
DJ Billal photo

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

এক নজরে কুষ্টিয়া জেলা Welcome to dj billal mobile 01836946377

এক নজরে কুষ্টিয়া জেলা

শাসনিক ইউনিট

সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত। ভারতের সাথে কুষ্টিয়ার ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়াও বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি, পুরাতন কুষ্টিয়া হাটশ হরিপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাস্ত্তভিটা ও কবর, এ জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, ‘‘এই পদ্মা এই মেঘনা’’ গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙাল হরিণাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতিন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সঙ্গীত শিল্পী মোঃ আব্দুল জববার, ফরিদা পারভীন সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে।

প্রখ্যাত ব্যক্তিত্ব

প্রখ্যাত ব্যক্তিত্ব

বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনের স্বনামধন্য অনেক ব্যক্তি এ জেলায় জন্মগ্রহণ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেনঃ

ফকির লালন শাহ
বাউল সম্রাট লালন শাহ এর জন্ম বৃত্তান্ত নিয়ে যথেষ্ট মতান্তর রয়েছে। তার জাতি ধর্ম বিষয়েও সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় না। প্রবাদ আছে যে তার জন্ম হিন্দু কায়স্থ পরিবারে। কোন এক সময় তিনি এক বাউল দলের সঙ্গী হয়ে গঙ্গাস্নানে যান। পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হলে সঙ্গীরা তাকে নদীর তীরে ফেলে যান। সিরাজ শাহ নামক এক মুসলমান বাউল তাকে কুড়িয়ে সেবা করে সুস্থ করে তোলেন। সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করে তিনি মরমি সাধনায় আত্মনিয়োগ করেন। সিরাজ শাহর মৃত্যু হলে তিনি কুষ্টিয়ার ছেউঁড়িয়ায় আখড়া স্থাপন করে সেখানে তাঁর প্রতিভার বিকাশ ঘটান। নিজ সাধনায় তিনি হিন্দু-মুসলমান শাস্ত্র সর্ম্পকে বিশেষ বুৎপত্তি অর্জন করে বাউল সঙ্গীতে শ্রেষ্ঠত্ব লাভ করেন। তাঁর গান আধ্যাত্মিক, মরমি ও শিল্পগুণে সমৃদ্ধ। তাঁর রচিত গানের সংখ্যা সহস্রাধিক। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম লালনের ২৯৮টি গান সংগ্রহ করে  ২০টি গান তৎকালীন ‘‘প্রবাসী’’ প্রত্রিকায় প্রকাশ করেন। তাঁর খাচার ভিতর অচিন পাখী, বাড়ির পাশে আরশি নগর, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার ঘরখানায় কে বিরাজ করে ইত্যাদি গান বাউলতত্ত্ব বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক ছেউঁড়িয়ায় তিনি দেহত্যাগ করেন।


মোহিনী মোহন (১২৪৫-১৩২৯ বঙ্গাব্দ)

কুমারখালীর এলঙ্গী গ্রামে জন্ম। ১৯০৮ সালে পূর্ববঙ্গের প্রাচীনতম কাপড়ের মিল মোহিনী মিলস্ এর প্রতিষ্ঠাতা।

কাঙাল হরিনাথ মজুমদার
কুমারখালীর কুন্ডুপাড়া গ্রামে জন্ম। তিনি সমাজবিপ্লবী-সাময়িক পত্রসেবী হিসেবে পরিচিত। তার পরিচালিত গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩-৮৫) সমকালে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ব্রহ্মান্ড দেব, ফিকির চাঁদের গীতাবলী, বিজয় বসন্ত উল্লেখযোগ্য। তার প্রতিষ্ঠিত এম এন (মথুরানাথ এর নামে) প্রেসে মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি ছাপানো হয়। গ্রামবার্তা পত্রিকাটিও এখান থেকে প্রকাশিত হতো। প্রেসটির  ধ্বংসাবশেষ এখনো পর্যটকদের আকর্ষণ করে।

রাধা বিনোদ পাল
১৮৯৬ সালে দৌলতপুর উপজেলার সেলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে অধিষ্ঠিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের প্রধান বিচারক হিসেবে বিচার কার্য পরিচালনা করেছিলেন। অন্যান্য দেশের বিচারকরা যখন জাপানকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে, তিনি তখন জাপানকে যুদ্ধাপরাধের দায় থেকে নির্দোষ প্রমাণ করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। জাপানে কিয়োটো শহরে তার নামে একটি যাদুঘর ও রাস্তার নামকরণ করা হয়েছে।

প্যারী সুন্দরী  (১৮০০-১৮৭০)
বর্তমান মিরপুর উপজেলার সদরপুরের মহিলা জমিদার ছিলেন। তিনি কুষ্টিয়া অঞ্চলের নীল বিদ্রোহের নেত্রী ছিলেন। ১৮৬০ সালে বাংলাদেশে যে নীল বিদ্রোহ দেখা দেয় তা প্রকৃতপক্ষে কুষ্টিয়ায় শুরু হয়। কুষ্টিয়ার শালঘর মধুয়ার কুখ্যাত নীলকর টি. আই কেনির সঙ্গে আমলা সদরপুরের মহিলা জমিদার প্যারীসুন্দরীর লড়াইকে কেন্দ্র করে এ বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। শালঘর মধুয়ায় ছাউনী করে প্যারীসুন্দরীর নেতৃত্বে কৃষকরা জে. জি মরিসের দলকে পরাজিত করতে সক্ষম হয়। তিনি শালঘর মধুয়ার নীলকুঠি কয়েকবার আক্রমণ করেছিলেন।

মীর মশাররফ হোসেন
১৮৪৭ সালে কুমারখালীর লাহিনী পাড়ায় জন্ম। তার পিতা ছিলেন জমিদার মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা ছিলেন দৌলতন নেছা। বাঙালী মুসলমানদের মধ্যে তিনিই প্রথম একটি পত্রিকা প্রকাশ করেন যার নাম ছিল ‘‘আজিজুননেহার’’ (১৮৭৪-৭৬)। তার আরেকটি উল্লেখযোগ্য পত্রিকা ছিল ‘হিতকরী’’। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন এবং এরমধ্যে উল্লেখযোগ্য হলো বিষাদসিন্ধু, জমিদার দর্পণ, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার  বস্তামী, রত্নবতী, বসন্ত কুমারী, গোজীবন, আমার জীবনী, সংগীত লহরী ইত্যাদী। তাঁর স্মৃতিধন্য বাস্ত্তভিটায় তোরণ, কিছু ফলক, বিদ্যালয় ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।

এছাড়া শাহ্ আজিজুর রহমান, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সংগীত বিশারদ আব্দুল জববার, ফরিদা পারভীন, কবি আজিজুর রহমান, আকবর হোসেন, রোকনুজ্জামান ওরফে দাদা ভাই, মাহমুদা খানম সিদ্দিকা, মন্মনাথ মুখোপাধ্যায় সহ আরও নাম না জানা অনেক গুণী ব্যক্তি এ জেলায় জন্মগ্রহণ করেন।


প্রশাসনিক ইউনিট

প্রশাসনিক ইউনিট
আয়তন          ঃ      এ জেলার মোট আয়তন ১৬২১.১৫ বঃ কিঃ মিঃ।
উপজেলা         ঃ      ৬ টি। কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা এবং দৌলতপুর।
পৌরসভা         ঃ      ৫ টি, এর মধ্যে কুষ্টিয়া ও কুমারখালী ১ম শ্রেণী, ভেড়ামারা ২য় শ্রেণী এবং
                             খোকসা ও মিরপুর ৩য় শ্রেণী ভুক্ত।
ওয়ার্ড            ঃ      ৩৯ টি

ইউনিয়ন         ঃ      ৬৬ টি


মৌজা            ঃ      ৭০৭ টি
গ্রাম               ঃ      ৯৭৮ টি
হাট/বাজার       ঃ      ৩১০ টি
ভূমি অফিস      ঃ      ৬৩ টি
প্রথম মহকুমা প্রশাসকঃ  ডাবলু এইচ রাইল্যান্ড (১৮৬১)

                           জনপ্রতিনিধি


কুষ্টিয়া জেলার মাননীয় সংসদ সদস্যগণের পূর্ণ নাম ও ঠিকানা।


ক্রমিক নং
সংসদ সদস্যগণের নাম
শিক্ষাগতযোগ্যতা
নির্বাচনী এলাকা
যোগাযোগের ঠিকানা
ছবি
জনাব মোঃ রেজাউল হক চৌধুরী
মাননীয় সংসদ সদস্য
--------
৭৫-কুষ্টিয়া-১
(দৌলতপুর)
গ্রামঃ সোনাইকুন্ডি
পোঃ আল্লারদর্গা
উপজেলাঃ দৌলতপুর
জনাব হাসানুল হক ইনু
মাননীয় সংসদ সদস্য


বি,এস,সি ইঞ্জিনিয়ার
৭৬-কুষ্টিয়া-২
(মিরপুর-ভেড়ামারা)
গ্রাম-গোলাপনগর
পোঃ -গোলাপনগর
উপজেলা-ভেড়ামারা
জনাব মোঃ মাহবুব উল আলম হানিফ
মাননীয় সংসদ সদস্য
--------
৭৭-কুষ্টিয়া-৩
(কুষ্টিয়া সদর ও ইবি )
গ্রাম-চরদামুকদিয়া,
বাহিরচর
উপজেলা-ভেড়ামারা
আব্দুর রউফ
মাননীয় সংসদ সদস্য

-------
৭৮-কুষ্টিয়া-৪
( কুমারখালী-খোকসা)
গ্রাম-বাঁশগ্রাম
পোঃ -দুর্বাচারা
উপজেলা-কুমারখালী






কুষ্টিয়া জেলার ৫জন পৌর মেয়রের  এবং ৬ জন উপজেলা চেয়ারম্যান নাম ও মোবাইল নম্বর ।

ক্রমিক নং
মেয়রের নাম, পদবী ও পৌরসভার নাম
যোগাযোগের ঠিকানা
মোবাঃ নং
জনাব মোঃ আনোয়ার আলী
মেয়র, কুষ্টিয়া পৌরসভা
কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া।
০১৭১১-৩৩৪৪৫৮
জনাব মোঃ নূরুল ইসলাম আনছার
মেয়র, কুমারখালী পৌরসভা
কুমারখালী পৌরসভা,
কুষ্টিয়া।
০১৭১১-১৬৩৫৮৪
জনাব মোঃ তৌহিদুল আলম মালিথা
মেয়র, ভেড়ামারা পৌরসভা
ভেড়ামারা পৌরসভা, কুষ্টিয়া।
০১৭১৫-৮০৪০৮৯
জনাব মোঃ সাইফুল ইসলাম হক খান চৌধুরী
মেয়র, মিরপুর পৌরসভা
মিরপুর পৌরসভা,
কুষ্টিয়া।
০১৭১১-২৬৬৯২৩
জনাব  আনোয়ার আহম্মেদ তাতারী
মেয়র, খোকসা পৌরসভা
খোকসা পৌরসভা,  কুষ্টিয়া।
০১৭১১-৪৪৯৯৮০


জনাব মোঃ মোশাররফ হুসাইনচেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুষ্টিয়া সদর।
০১৭১১-৪৮৩১৯২
অফিস- ৭১৬৫৬
বাসা- ৭১৭৮০ ও
৬১১৩৭
জনাব মোঃ আব্দুল গফুর

চেয়ারম্যান
উপজেলা পরিষদ
মিরপুর, কুষ্টিয়া।
০১৭১০-৮৬১৫৪৪
অফিস- ০৭০২৬-৫৬১৩৩
বাসা-০৭০২৬-৫৬১৫৫
জনাব মোঃ হারেজ উদ্দিনচেয়ারম্যান
উপজেলা পরিষদ
দৌলতপুর, কুষ্টিয়া।
০১৭১১-৩৬৯৪৬৫
বাসা-  ০৭০২৩-৭৫১১২
জনাব আব্দুর রউফচেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৫-৪০২৫৩০
অফিস- ০৭০২৫-৭৬৫০০
বাসা- ০৭০২৫-৭৬৫০১
১০
জনাব সদর উদ্দিন খাঁনচেয়ারম্যান
উপজেলা পরিষদ
খোকসা, কুষ্টিয়া।
০১৭১১-৮৯২১২০





কুষ্টিয়া জেলার  বিভিন্ন উপজেলার  চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের নাম ও মোবাইল নম্বর।

উপজেলাঃ কুষ্টিয়া সদর

ক্রমিক নং
নাম
পদবী
মোবাইল নং
টেলিফোন নং
জনাব মোঃ মোশাররফ হুসাইন
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুষ্টিয়া সদর।
০১৭১১-৪৮৩১৯২
অফিস- ৭১৬৫৬
বাসা- ৭১৭৮০ ও
৬১১৩৭
জনাব মোঃ ইসমাইল হোসেন
ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুষ্টিয়া সদর।
০১৭১১-০১৯৪২২

বাসা- ৭১৯৬৯

বেগম ফরিদা হুসাইন
মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুষ্টিয়া সদর।
০১৭১৬-৭১৫০৯৬

বাসা- ৭২১৫৫

উপজেলাঃ মিরপুর

ক্রমিক নং
নাম
পদবী
মোবাইল নং
টেলিফোন নং
জনাব মোঃ আব্দুল গফুর
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
মিরপুর, কুষ্টিয়া।
০১৭১০-৮৬১৫৪৪অফিস- ০৭০২৬-৫৬১৩৩
বাসা-০৭০২৬-৫৬১৫৫
জনাব আব্দুল আজিজ খাঁন
ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
মিরপুর, কুষ্টিয়া।
০১৭১১-৯৮১৪৩৯
-
মোছাঃ লতিফা আক্তার
মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
মিরপুর, কুষ্টিয়া।
০১৭১২-৭৩৫৫৮৩
-

উপজেলাঃ ভেড়ামারা

ক্রমিক নং
নাম
পদবী
মোবাইল নং
টেলিফোন নং
জনাব মোঃ শাহাজান আলী
ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)
উপজেলা পরিষদ
ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭৩৩-৭৩৩৫১১
অফিস -০৭০২২-৭১৩২৯
বাসা- ০৭০২২-৭১২৮০
লুৎফন নেছা
মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭২৬-১১৪২২৫
-



উপজেলাঃ দৌলতপুর

ক্রমিক নং
নাম
পদবী
মোবাইল নং
টেলিফোন নং
জনাব মোঃ হারেজ উদ্দিন
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
দৌলতপুর, কুষ্টিয়া।
০১৭১১-৩৬৯৪৬৫
বাসা-  ০৭০২৩-৭৫১১২

জনাব মোঃ আলী আকবর
ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
দৌলতপুর, কুষ্টিয়া।
০১৭৩০-১৮৫৫৯২
বাসা-  ০৭০২৩-৭৫০৯৮
মোছাঃ ফজিলাতুন্নেছা
মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
দৌলতপুর, কুষ্টিয়া।
০১৭১৬-৮০৮৭৩০
-

উপজেলাঃ কুমারখালী

ক্রমিক নং
নাম
পদবী
মোবাইল নং
টেলিফোন নং
জনাব আব্দুর রউফ
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৫-৪০২৫৩০অফিস- ০৭০২৫-৭৬৫০০
বাসা- ০৭০২৫-৭৬৫০১
       
জনাব নিজামুর হক
ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুমারখালী, কুষ্টিয়া।
০১৭১৬-৬৩৫৬৪৩
-
মোছাঃ সবুরা খাতুন
মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
কুমারখালী, কুষ্টিয়া।
০১৯১৪-৫৮৩১৭৯
-


উপজেলাঃ খোকসা

ক্রমিক নং
নাম
পদবী
মোবাইল নং
টেলিফোন নং
জনাব সদর উদ্দিন খাঁন
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
খোকসা, কুষ্টিয়া।
০১৭১১-৮৯২১২০
-
জনাব মোতাহার হোসেন খোকন
ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
খোকসা, কুষ্টিয়া।
০১৭১১-৭৩৪৪৪১
-
ইসরাত জাহান
মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ
খোকসা, কুষ্টিয়া।
০১৭২৫-৪৫১৫৬৮
-




কুষ্টিয়া জেলার ৬৬টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানদের নাম ও মোবাইল নমবর।


উপজেলার নাম
ক্রঃ নং
ইউনিয়নের নাম
চেয়ারম্যানদের নাম
যোগাযোগের ঠিকানা
মোবাইল নমবর
কুষ্টিয়া সদর উপজেলাহাটশ-হরিপুরজনাব এম, মুসতাক হোসেন (মাসুদ), চেয়ারম্যানহাটশ-হরিপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১৭-২৮৪১৩৭
বারখাদাজনাব মোঃ আব্দুর রাজ্জাক
চেয়ারম্যান (ভাঃ)
বারখাদা ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১১-২১১৭৫৮
মজমপুরজনাব মোঃ বশিরুল আলম (চাঁদ), চেয়ারম্যানমজমপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১৫-৬৪৮৫৩২
০১৭১১-৫৭৮১৪৮
বটতৈলজনাব শাহিন সালাউদ্দিনি
চেয়ারম্যান
জগতি ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১১-৯৬৪৪৯৬
আলামপুরজনাব মোঃ সিরাজ উদ্দিন শেখ, চেয়ারম্যানআলামপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১১-০১৯৩১৬
জিয়ারখীজনাব মোঃ ইউসুফ আলী মোল্লা, চেয়ারম্যানজিয়ারখী ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১৩-৯১৫৭০৭
আইলচারাজনাব মোঃ সিদ্দিকুর রহমান
চেয়ারম্যান
আইলচারা ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১৬-৮৩০৬৪৫
উজানগ্রামজনাব মোঃ মঈন উদ্দিন বিশ্বাস, চেয়ারম্যানউজানগ্রাম ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭২৬-৮৬৫২১০
হরিনারায়ণপুরজনাব মোঃ গোলাম মোস্তফা
চেয়ারম্যান
হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১২-৭১৬০৫২
১০পাটিকাবাড়ীজনাব মোঃ আব্দুর রশীদ
চেয়ারম্যান
পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭২৩-২৯৭৬২৪
১১ঝাউদিয়াজনাব মোঃ মিজানুর রহমান
চেয়ারম্যান(ভাঃ)
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭২১-৫০৫০৪০
১২আব্দালপুরজনাব মোঃ লিয়াকত আলী
চেয়ারম্যান
আব্দালপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১২-৭৩৯০০১
১৩মনোহরদিয়াজনাব মোঃ আঃ হান্নান তালুকদার, চেয়ারম্যানমনোহরদিয়া ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১২-০৯৫৭৪৪
১৪গোস্বামীদূর্গাপুরজনাব মোঃ নুর উদ্দিন বিশ্বাস
চেয়ারম্যান (ভাঃ)
গোস্বামীদুর্গাপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর।
০১৭১৮-২৯২০৭৩




উপজেলার নাম
ক্রঃ নং
ইউনিয়নের নামচেয়ারম্যানদের নাম
যোগাযোগের ঠিকানা
মোবাইল নমবর
মিরপুর উপজেলা

ফুলবাড়ীয়াজনাব মোঃ আতাহার আলী
চেয়ারম্যান
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১১-১৬৭৬২০
চিথলিয়াজনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যানচিথলিয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭৪৬-২০৩৯২৯
বারুইপাড়াজনাব মোঃ সাইদুর রহমান
চেয়ারম্যান
বারুইপাড়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১৫-২৬৭০০২
আমলাজনাব মোঃ আনোয়ারুল হক , চেয়ারম্যান(ভাঃ)আমলা ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১৯-৪৫৬৫৭৪
সদরপুরজনাব আলহাজ্ব মোঃ আব্দুল হক চেয়ারম্যানসদরপুর ইউনিয়ন পরিষদ,
 মিরপুর, কুষ্টিয়া ।
০১৭১৩-৯০৫৬৬৯
পোড়াদহজনাব খন্দঃ ওমর ফারুক কুদ্দুস, চেয়ারম্যানপোড়াদহ ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১১-৯৬৫০৫৬
কুর্শাজনাব মোঃ ফজলুল হক
চেয়ারম্যান (ভাঃ)
কুর্শা ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭২২-৭৭১৩৫৭
মালিহাদজনাব মোঃ আবুল কাশেম
চেয়ারম্যান
মালিহাদ ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১১-০৪২৭০০
আমবাড়ীয়াজনাব মোঃ মশিউর রহমান মিলন চেয়ারম্যানআমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১৩-৯১৯৭২৯
১০
বহলবাড়ীয়াজনাব মোঃ আমিরুল ইসলাম খান, চেয়ারম্যানবহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭২৩-২৯৭৯৪৮
১১
তালবাড়ীয়াজনাব মোঃ আমিন উদ্দিন
চেয়ারম্যান
তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭১১-১৭৫৮২৭
১২
ছাতিয়ানজনাব মোঃ আনছার আলি
চেয়ারম্যান
ছাতিয়ান ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া ।০১৭২৭-৬২৯৪২৫


উপজেলার নাম
ক্রঃ
নং
ইউনিয়নের নাম
চেয়ারম্যানদের নাম
যোগাযোগের ঠিকানা
মোবাইল নমবর
ভেড়ামারা
উপজেলা

বাহাদুরপুরজনাব মোঃ আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান (ভাঃ)বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া ।০১৭৩২-৭৬৬৪১৩
বাহিরচরজনাব মোঃ আবুবক্কার সিদ্দিক , চেয়ারম্যানবাহিরচর ইউনিয়ন পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া ।০১৭১১-৩৪০৩৬৮
চাঁদগ্রামজনাব মোঃ জানবার হোসেন
চেয়ারম্যান
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া ।০১৭১২-১১৫৮৬৩
ধরমপুরজনাব মোঃ আরমান হোসেন
চেয়ারম্যান
ধরমপুর ইউনিয়ন পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া ।০১৭৩৬-৪১৯২৭১
জুনিয়াদহজনাব মোঃ শিহাবুল ইসলাম
চেয়ারম্যান
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া ।০১৭১২-১৩৫৭৯৯
মোকারিমপুরজনাব বেনজির আহমেদ  (বেনু),  চেয়ারম্যানমোকারিমপুর ইউনিয়ন পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া ।০১৭১১-৩৩৭০৭৫

উপজেলার নাম
ক্রঃ নং
ইউনিয়নের নাম
চেয়ারম্যানদের নাম
যোগাযোগের ঠিকানা
মোবাইল নমবর
দৌলতপুর
উপজেলা
দৌলতপুর
জনাব মোঃ গোলাম মোস্তফা
চেয়ারম্যান
দৌলতপুর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৪-৩০৩২০২
আদাবাড়িয়া
জনাব মোঃ আব্দুল হামিদ
চেয়ারম্যান
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া০১৭৪৫-৭২১৪২৭
আড়িয়া
জনাব মোঃ জামাল উদ্দিন মোল্লা, চেয়ারম্যানআড়িয়া ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৮-৭৩৫৪৫৫
বোয়ালিয়া
জনাব অধ্যাপক রেজাউল করিম, চেয়ারম্যানবোয়ালিয়া ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৩-৯১৯৮৭৩
চিলমারি
 ডি, এম সাইফুল ইসলাম
চেয়ারম্যান
চিলমারি ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৮-৬৬২০৩০
হোগলবাড়িয়া
জনাব মোঃ বিল্লাল হোসেন
চেয়ারম্যান
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া০১৮২০-৫৪৪৫৪৪
খলিশাকুন্ডি
জনাব মঃ ছাবের আলী
চেয়ারম্যান
খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭৩৬-৫৪২৬৮৯
মরিচা
জনাব মোঃ সাইদুর রহমান
চেয়ারম্যান
মরিচা ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৮-৬০১৯৮৪
মথুরাপুর
জনাব ফারুক আহম্মেদ
চেয়ারম্যান
মথুরাপুর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭২১-৫০৬১৫৪
১০
পিয়ারপুর
জনাব  মোঃ জহুরুল করিম বিশ্বাস, চেয়ারম্যানপিয়ারপুর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১১-৯৫৯২৩৮
১১
ফিলিপনগর
জনাব মোঃ নইম উদ্দিন (সেন্টু), চেয়ারম্যানফিলিপনগর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৬-২৩০৯৯২
১২
রামকৃষ্ণপুর
জনাব মোঃ কুদরত-ই-খোদা
চেয়ারম্যান
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১৫-৮৫৭৪০৫
১৩
রিফাইতপুর
জনাব মোছাঃ জাহানারা  বেগম রানু , চেয়ারম্যানরিফাইতপুর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১০-৩৮১৫৭৭
১৪
প্রাগপুর
জনাব মোঃ সাজ্জাদ হোসেন
চেয়ারম্যান
প্রাগপুর ইউনিয়ন পরিষদ,  দৌলতপুর, কুষ্টিয়া ।০১৭১১-৩৫২৮৬৩





উপজেলার নাম
ক্রঃ
নং
ইউনিয়নের নাম
চেয়ারম্যান
যোগাযোগের ঠিকানা
মোবাইল নমবর
কুমারখালী
উপজেলা
বাগুলাট
জনাব মোঃ রাশেদুল হক
চেয়ারম্যান
বাগুলাট ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৮২৩-৬৯৮৬৬৯
চাঁদপুর
জনাব মোঃ সোহরাব হোসেন মিঞা, চেয়ারম্যানচাঁদপুর ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৬-০৯২০০৩
চাপড়া
জনাব মোঃ সাইদুল আলম
চেয়ারম্যান
চাপড়া ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১২-০৯৯৯৮২
যদুবয়রা
জনাব মোঃ শরিফুল আলম
চেয়ারম্যান
যদুবয়রা ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১২-০৯৭৩৩৭
জগন্নাথপুর
জনাব মোঃ আবুল কালাম
চেয়ারম্যান(ভাঃ)
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৮-৮৪৬৪৮৯
কয়া
জনাব মোঃ আনারুল ইসলাম (আনা), চেয়ারম্যান(ভাঃ)কয়া ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১২-৩৩৫৪৯৪
নন্দলালপুর
জনাব মোঃ নওশের আলী বিশ্বাস, চেয়ারম্যাননন্দলালপুর ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৬-৮৮৭৪৬৭
পান্টী
জনাব মোঃ হাফিজুর রহমান (হাফিজ), চেয়ারম্যানপান্টী ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৩-৯২৭৬৯৬
০১৮১৫-০৩৬২৩৪
সদকী
জনাব মোঃ লুৎফর রহমান
চেয়ারম্যান
সদকী ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৭-৭৪৮৩৫৩
১০
চরশাদীপুর
জনাব মোঃ তোফাজ্জল হোসেন, চেয়ারম্যানচরশাদীপুর ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭১৮-৩১৪১৭৪
১১
শিলাইদহ
জনাব মোঃ আব্দুর রহমান
চেয়ারম্যান
শিলাইদহ ইউনিয়ন পরিষদ,  কুমারখালী, কুষ্টিয়া ।
০১৭৩০-১৮৫৫৭৪





উপজেলার নাম
ক্রঃনং
ইউনিয়নের নাম
চেয়ারম্যানদের নাম
যোগাযোগের ঠিকানা
মোবাইল নমবর
খোকসা উপজেলা

গোপগ্রাম
জনাব মোঃ শফিকুল আজম মোল্লা, চেয়ারম্যানগোপগ্রাম ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৫-৫৩৯১৮৫
শিমুলিয়া
জনাব মোঃ আজিজুর রহমান
চেয়ারম্যান
শিমুলিয়া ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭৩২-৩২৫৩২৮
জয়ন্তীহাজরা
এ্যাডঃ আকরাম হোসেন
চেয়ারম্যান
জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৯-০৩০৯৬২
বেতবাড়ীয়া
জনাব মোঃ আব্দুল আজিজ
চেয়ারম্যান
বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৫-৬৮৫০৭২
ওসমানপুর
জনাব মোঃ আব্দুল মান্নান
চেয়ারম্যান(ভাঃ)
ওসমানপুর ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭২৫-৭৫৩৫৬৭
জানিপুর
জনাব মনি মোহন বিশ্বাস
চেয়ারম্যান
জানিপুর ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৬-২৫৮০২৩
আমবাড়িয়া
জনাব মোঃ আমিনুর রহমান খান চেয়ারম্যানআমবাড়িয়া ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৪-৪৭৭৪১০
খোকসা
জনাব মোঃ বদরুজ্জামান
চেয়ারম্যান
খোকসা ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৬-৫৬৯৭৫০
শোমসপুর
জনাব মোঃ আঃ মজিদ মন্ডল
চেয়ারম্যান
শোমসপুর ইউনিয়ন পরিষদ,  খোকসা, কুষ্টিয়া ।
০১৭১৭-৯৬৮১০০


                    শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা বিষয়ক তথ্যাবলী
বর্তমানে কুষ্টিয়া জেলার শিক্ষার হার:- ৪২.৪০ %
প্রাথমিক শিক্ষা বিষয়ক তথ্যাবলী
ক্রমিক নং
সংখ্যা
সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪৩০
প্রধান শিক্ষক
৪২৮
সহকারি শিক্ষক
১৮১৮
রেজির্ষ্টাড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
২৮৬
মোট ছাত্রছাত্রী
২৩৩০৫৫
উপবৃত্তি সুবিধাভোগী ছাত্রছাত্রী সংখ্যা৬৭৫১১
২০০৭ সালে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী সংখ্যা       ৭৫৭০
ঝরে পড়া শিক্ষার্থীর হার ১৭%

মাধ্যমিক শিক্ষা বিষয়ক তথ্যাবলী
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়৭১
মাধ্যমিক বিদ্যালয়২২৯
উচ্চ মাধ্যমিক কলেজ৩৬
ডিগ্রি কলেজ২৪
                             
মাদ্রাসা
দাখিল
৫৯
আলিম
১০
ফাজিল
০৫
কামিল
০১
                                               
বিবিধ
পাবলিক বিশ্ববিদ্যালয়০১
মেডিকেল কলেজ০১
টেকনিকেল ট্রেনিং ইন্সটিটিউট০১
পলিটেকনিক ইন্সটিটিউট০১
পি টি আই০১

সৈয়দ বেলাল হোসেন

ইমেইল ঠিকানা

ছবি

undefined

Designation

জেলা প্রশাসক

ব্যাচ (বিসিএস)

11

মোবাইল নাম্বার

০১৭১৫৪৬৮৬৪৬

টেলিফোন

৬২৩০০

জন্মতারিখ

Sun, 11/22/1964

বৈবাহিক অবস্থা

বিবাহিত

নিজ জেলা

লক্ষীপুর

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

এমএসসি/এমএ/এমকম/এমএসএস/এমবিএ/এমএড/সমমান

তথ্য প্রদানকারী কর্মকর্তাগণের তালিকা

অফিসের নামতথ্য প্রদানকারী কর্মকর্তা
জেলা শিক্ষা অফিসখোঃ রুহুল আমীন
আঞ্চলিক পরিসংখ্যান অফিসারের কার্যালয়,কুষ্টিয়াইফতেখাইরুল করিম
জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ামোঃ নবীনেওয়াজ
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স্ কোম্পানী লিমিটেড(বিটিসিএল), কুষ্টিয়াসাইফুল ইসলাম
জেলা পরিষদড. মোঃ মহিউদ্দিন
পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।মো: আব্দুস সাত্তার
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুষ্টিয়ামো: গোলাম কবির, নির্বাহী প্রকেৌশলী, এলজিইডি, কুষ্টিয়া
সামাজিক বন বিভাগ, কুষ্টিয়াএস এম সাজ্জাদ হোসেন
জেলা পরিবার পরিকল্পনা অফিসডা: জেসমিন আখতার
জেলা মৎস্য অফিস কুষ্টিয়ামো: এমদাদুল হক
জেলা নিরবাচন অফিস, কুষ্টিয়া।মো: ফরিদুল ইসলাম
বিসিক অফিস, কুষ্টিয়ামোঃ সাজ্জাদ হোসেন
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুষ্টিয়া ।মো: শাহ আলম
পুলিশ সুপারের কার্যালয়, কুষ্টিয়া।জনাব মফিজ উদ্দিন আহম্মেদ
জেলা সমাজসেবা অফিস, কুষ্টিয়ামোঃ আবুল হাশেম
উপ-পরিচালকের কার্য্যলয়মো: আনোয়ারুল ইসলাম
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুষ্টিয়া জোন।
শাহীন আহামদ
ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া।মোহা্ম্মদ আব্দুল হামিদ খান ।
জেলা সমবায় কার্যালয়, কুষ্টিয়াজনাব মোঃ মাহবুবুর রহমান,
জেলা তথ্য অফিসমোঃ তৌহিদুল ইসলাম
তুলা উন্নয়ন বোর্ডসেন দেবাশীষ
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, কুষ্টিয়া বিভাগ, কুষ্টিয়ামোঃ আমান উল্যা মজুমদার
জেলা প্রাণিসম্পদ অফিস, কুষ্টিয়া।ডাঃ মোঃ আশাদুল হক
বিসিক অফিসমোঃ মোসাদ্দেকুল মহসিন
সিভিল সার্জন অফিস, কুস্টিয়াডা:মো: মুস্তাফিজুর রহমান
কৃষি সম্প্রসারন অধিদপ্তরমো: লুৎফর রহমান,
জেলা হিসাব রক্ষন অফিস কুষ্টিয়াজেলা হিসাব রক্ষন অফিসার কুষ্টিয়া
জনস্বাস্থ্য প্রকেৌশল অধিদপ্তর, কুষ্টিয়া।মুন্সি মো: হাচানুজ্জামান
জেলা রেজিষ্ট্রারের কার্যালয়, কুষ্টিয়াখন্দকার মোঃ আব্দুল জলিল
যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।মোঃ মোরশেদ আলম
কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া
বাংলা দেশ শিশু একাডেমিমো: মখলেছুর রহমান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর, কুষ্টিয়ামোঃ শওকত হাসান
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস
গণপূর্ত বিভাগমোঃ শাহীন মিয়া
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ামোঃ আনোয়ারুল ইসলাম
জেলা শিক্ষা অফিস, কুষ্টিয়া।এস, এম ছায়েদুর রহমান
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুষ্টিয়া ।মোহাম্মদ ময়েন উদ্দিন
বিআরটিএশেখ আশরাকুর রহমান
এলজিইডিমোঃ গোলাম কবির
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কুষ্টিয়া।মোঃ মমিনুল ইসলাম
জেলা বাজার কর্মকর্তার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়া।মোঃ রবিউল ইসলাম
কুষ্টিয়া পৌরসভারানভীর আহমেদ
সড়ক ও জনপথআহসান উদ্দিন আহমেদ
সড়ক ও জনপথআহসান উদ্দিন আহমেদ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,কুষ্টিয়াডাঃ আজিজুন নাহার
আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুষ্টিয়া।মোঃ সাহজাহান কবির
জেলা প্রাণিসম্পদ অফিস, কুষ্টিয়া।ডাঃ মোঃ আশাদুল হক
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুষ্টিয়া ।শাহীন আহমদ
বিএডিসি (বীজ)












































































































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন